Friday, May 26, 2023

কেউ বা করে চণ্ডীপাঠ পরিচালনা রুমা গুহঠাকুরতা Keu Ba kore Chandipath

 কেউ বা করে চণ্ডীপাঠ

কেউ দেয় “আজান”
কেই বা বলে — “আ-মেন”
সবই তো সমান
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥

কেউ ছুটে যায় “মক্কাতে”
কেউ বা “মদিনায়”
কেউ ছুটে যায় “জেরুজালেম”
কেউ বা “অযোধ্যায়”
সবাই খোঁজে যে যার পথে কোথায় ভগবান ?
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥

কেউ ছুটে যায় মন্দিরে
পাথরে খোঁড়ে মাথা
কেউ ছুটে যায় মসজিদে
খোলে কোরানের পাতা
কেউ বোঝে না আসল কথা — মানুষই ভগবান
পাশাপাশি আছেন যিশু আল্লাহ্ ভগবান॥

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
শিল্পী – ক্যালকাটা ইউথ কয়্যার, পরিচালনা রুমা গুহঠাকুরতা
১৯৯০

No comments: