সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই পরাৎপর, প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই । যাঁহারা ইঁহাকে জানেন তাঁহারা অমর হন ।[১] তাঁহার শ্রীর ও ইন্দ্রিয় নাই, তাঁহার সমান বা শ্রেষ্ঠতর কেহ নহে । তাঁহার বিচিত্র ও মহতী শক্তির কথা শ্রুত, জ্ঞান, বলক্রিয়া তাঁহার স্বভাবসিদ্ধ ।[২] জগতে তাঁহার পতি ও নিয়ন্তা নাই, তাঁহার অবয়বও নাই । তিনি সকল কারণ ও মনের অধিপতি, তাঁহার জনক বা অধিপতি নাই ।[৩] এই দেবতা বিশ্বকর্মা ও মহাত্মা, ইনি লোকেদের হৃদয়ে সর্বদা স্থিত । ইনি হৃদয়গত ও নিঃসংশয় বুদ্ধি দ্বারা দৃষ্ট হইলে প্রকাশিত হন ।[৪]